ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি


১২ মার্চ ২০২০ ১৬:৫৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ।

এর আগে ২২ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন সংসদ সদস্যরা।

বিশেষ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে সংসদে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও চিফ হুইপ নুর ই আলম চৌধুরী।

বিআর