ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


জাপানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী


১০ মার্চ ২০২০ ১৯:৫৩

জাপানে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের প্রভাবে দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেষে এই তথ্য জানানো হয়েছে।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে আগামী ৩০ ও ৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের কথা ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও মুজিববর্ষ উদযাপন নিয়ে জরুরি বক্তব্য দেন তিনি। বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। চলমান পরিস্থিতি আতঙ্কিত না হয়ে জনসাধারণের সচেতনতার ওপর তাগিদও দেন প্রধানমন্ত্রী।

এআর