আন্তর্জাতিক ডেস্ক

চীনে কোয়ারেন্টাইন হোটেল ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জন।
গত শনিবার চীনের কুয়ানজো শহরে কোয়ারেন্টাইন হোটেলটি আকস্মিক বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ওইদিনই হোটেলের ধ্বংসাবশেষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সবমিলিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে ধসে পড়া পাঁচতলা জিনজিয়া হোটেলের ধ্বংসাবশেষে কেউ আটকা পড়ে আছে কিনা তা অনুসন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান।
কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটি ভেঙে পড়ার সময় ভবনটিতে ৭০ জনের বেশি মানুষ অবস্থান করছিল। জন লোক ছিলেন। তবে ভবনটি হঠাৎ এভাবে ধসে পড়ার কোনো কারণ এখনও জানা যায়নি।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ভেঙে পড়া হোটেলটি থেকে এ পর্যন্ত ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। এদের ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ভেঙে পড়া হোটেলটিতে করোনাভাইরাসে আক্রান্তদের আলাদা করে রেখে চিকিৎসা করা হচ্ছিলো। দুর্ঘটনার সময় সেখানে থাকা ৭১ জনের ৫৮ জনই কোয়ারেন্টাইনে ছিলেন। ২০১৮ সালে ৮০টি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে হোটেলটি।
চীনে গত ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থাপনাকে হাসপাতালে রূপান্তর করে ওই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
বিআর