বাংলাদেশে করোনা শনাক্ত: গণভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

বিশ্বের ১০৪তম দেশ হিসেবে বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনা। করোনা সংক্রমণের পর বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ কেমন হওয়া উচিত তা নিয়ে গণভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। রবিবার (৮ মার্চ) রাত আটটায় তাদের বৈঠক শুরু হয়।এর আগে, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।