করোনা আক্রান্তদের দ্রুত আলাদা করার অনুরোধ চীন দূতাবাস

করোনা ভাইরাসে নিশ্চিত ও সন্দেহযুক্ত আক্রান্তদের সঙ্গে নিবিড় যোগাযোগ হওয়া ব্যক্তিদের দ্রুত আলাদা করার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।
রোববার (০৮ মার্চ) তিনি নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় এ অনুরোধ করেন তিনি। পাশাপাশি তিনি করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকতে জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন।
রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের করোনা ভাইরাস সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।
নতুনসময়/আনু