বঙ্গবন্ধুর বেড়ে ওঠার জায়গাগুলো সংরক্ষণ করা হবে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বাল্যকাল থেকে বেড়ে ওঠার যেসব জায়গা রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে আদিরূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।এর আগেও একবার বন্ধুবন্ধুর আদি বাড়ি সংস্কার করা হলেও তা আঞ্চলিক আইন মেনে করা হয়নি। বঙ্গবন্ধুর আদি বাড়িটি মূল জায়গাতে যেমন ছিল সেই জায়গাতেই ফিরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রোববার (০৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদিবাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় শুধু জাতির পিতার বেড়ে ওঠার জায়গাটুকুই সংরক্ষণ করবে।
এর আগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর পূর্ব পুরুষের আদি আবাসস্থলের প্রাচীন ভবন সংস্কার ও সংরক্ষণের কাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কার ও সংরক্ষণ কজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়া, উপ-পরিচালক আমিরুজ্জামান পলাশ, সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার, টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন প্রমুখ।
নতুনসময়/আনু