ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


আবারো বাড়ল তদন্ত প্রতিবেদনের সময়


২৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৯

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ২৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন।

আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করে নিয়ে যায়। পরে ওই টাকা ফিলিপাইনে পাচার করা হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকাররা এই টাকা পাচার করে বলে তদন্তে জানা যায়। বিষয়টি দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ সরকার কিছু টাকা উদ্ধারও করে। তবে বেশিরভাগ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ওই ঘটনায় দেশ বিদেশের জড়িতদের শাস্তির আওতায় আনতে গত বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য প্রযুক্তি আইন ও দণ্ডবিধিতে দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। প্রায় তিন বছর ধরে তদন্ত করলেও এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।