ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


দুই সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ ২৭ ফেব্রুয়ারি


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নবনির্বাচিত মেয়র এবং ১৭২ জন কাউন্সিলরের শপথ অনুষ্ঠান আগামী ২৭ ফেব্রুয়ারি অনু্ষ্ঠিত হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটির মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা সূত্র জানায়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র যথাক্রমে আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস এবং দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনু্ষ্ঠিত হবে।

প্রথমে দুই সিটি মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই সিটি থেকে নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।