ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


হঠাৎ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে আহত ১০


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২২

রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ফুটপাতে উঠে গেলে মা-শিশুসহ ১০ জন পথচারী আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শায়ান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে থানার অপারেটর ওবায়দুর জানান, প্রাইভেটকারটি এয়ারপোর্ট থেকে বনানীর দিকে যাচ্ছিল। পথচারীরা তাৎক্ষণিক চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

তিনি জানান, আহতদের কয়েকজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেলে ভর্তিদের মধ্যে একই পরিবারের দুইজন আছে। তারা মা-মেয়ে। মা তামান্না আক্তার (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)। আহত অপরজন হলেন জাহিদা বেগম (৪৮)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া।

নতুনসময়/আনু