ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


বেলা বাড়ার সাথে সাথে জমে উঠছে বই মেলা


২২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৩

অমর একুশে বই মেলায় সকাল বেলা দর্শনার্থীদের সংখ্যা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়া শুরু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। সময় যত গড়াচ্ছে, দর্শনার্থীর সংখ্যা যেন ততই বাড়ছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, আজকে এই বিশেষ দিনে মেলায় উপচেপড়া ভিড় থাকবে। সময় যত গড়াতে থাকবে ক্রেতা পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি ততই বাড়তে থাকবে।

মিরপুর থেকে বই মেলায় আসা শফিক জানান, তিনি বেলা ১২ টায় বই মেলায় এসেছেন। এখানে আসার পর কিছু বইও কিনেছেন তিনি।

ভিড়ের কারণে ছোট বাচ্চারা বাবা-মা থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে মেলা কতৃপক্ষ বারবার মাইকে হারানো দিচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের মধ্যে গল্পগ্রন্থ ৩৭৮টি, উপন্যাস ৪৫৬টি, প্রবন্ধগ্রন্থ ১৫৭টি, কাব্যগ্রন্থ ৮৪৪টি, গবেষণাগ্রন্থ ৫৭টি, ছড়ার বই ৫৩ টি, শিশুতোষ গ্রন্থ ১৩০ টি, জীবনীগ্রন্থ ৮৫টি, রচনাবলি ৪টি, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ১১১টি, নাটক ১৬টি, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ৬১টি, ভ্রমণকাহিনী ৫৩ টি, ইতিহাসগ্রন্থ ৬৪টি, রাজনীতি বিষয়ক গ্রন্থ ৮টি, চিকিৎসা-স্বাস্থ্য সংক্রান্ত ১৭টি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গ্রন্থ ৮৭টি, রম্য-ধাঁধা ২৪টি, ধর্ম বিষয়ক গ্রন্থ ১০টি, অনুবাদ সাহিত্য ৩৩টি, অভিধান ১০টি, সায়েন্স ফিকশন ৪৭টি এবং অন্যান্য বই এসেছে ১৭৬টি।