ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


ভারত থেকে সাইকেলে চড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


২১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২২

ভারতের চন্দননগরের হুগলি থেকে টানা ছয় দিন বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হুগলি সাইক্লিস্ট নামে একটি সংগঠন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হুগলি সাইক্লিস্ট দলের পক্ষ থেকে ছয়জন সদস্য শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুপ রায়ের নেতৃত্বে হুগলি সাইকেলিস্ট দলে আরও রয়েছেন- মহুয়া ব্যানার্জি, অর্পিত দাস, আলমগীর মল্লিক, নিত্য হরি, সুব্রত।

অনুপ রায় বলেন, ভারতের হুগলি থেকে টানা ছয় দিন বাইসাইকেল চালিয়ে আমরা ৫৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

তিনি বলেন, সবসময় আমাদের প্রতিটি জাতির উচিত মাতৃভাষার প্রতি সম্মান ও প্রাধান্য দেওয়া। মাতৃভাষাকে প্রাধান্য দিলে সে জাতির উন্নতি অবশ্যই হবে। প্রয়োজনে অন্য ভাষা ব্যবহার করবো তবে নিজের ভাষার প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। বাংলা ভাষার ওপর ভিত্তি করে দুই বাংলার মেলবন্ধন গড়ে উঠবে আশা করি।

নতুনসময়/আনু