ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


ভাষা শহিদদের প্রতি রংপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন


২১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩১

ছবি সংগৃহীত

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, এবং জনাব মোঃ ফজলে এলাহী, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (জেলা বিশেষ শাখা) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, রংপুর। জনাব মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার,বি- সার্কেল, রংপুর, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলমসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্য বৃন্দ।