সবুজবাগ থেকে ৪৯ লাখ জাল রুপিসহ গ্রেফতার ৮

রাজধানীর সবুজবাগ থানার কদমতলা থেকে ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৯ লাখ ভারতীয় জাল রুপি, জাল রুপি তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, চারটি প্রিন্টারসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বশির উদ্দিন (৫১), মো. মনিরুজ্জামান (৩৫), মনির হোসেন (৩২), আব্দুল কাদের ওরফে আল আমিন (৬২), এনামুল হক আশারী (৩২), আকবর আলী (৩০), কবির হোসেন (৩৫) ও সোহেল মাহমুদ (২৮)।
সোমবার দুপুরে গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, সবুজবাগ থানার কদমতলা এলাকায় একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভারতীয় জাল রুপি তৈরি করা হয়- এমন সংবাদের ভিত্তিতে কদমতলার ৩৫/১ নম্বর বাড়ির ষষ্ঠতলায় অভিযান করা হয়। সেখানে ভারতীয় জাল রুপি ও সরঞ্জামাদিসহ আটজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার বশির উদ্দিন ভারতীয় জাল রুপি তৈরির কারখানার অর্থের জোগানদাতা ও প্রকৃত মালিক। তিনি তার সহযোগীদের মাধ্যমে ভারতীয় জাল রুপি তৈরি ও সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে থাকেন।
বশিরের কাছ থেকে এনামুল ও আকবর এক লাখ ভারতীয় জাল রুপি ২১ হাজার টাকা দরে কিনে ভারতীয় নাগরিকদের কাছে ২৫ হাজার টাকা দরে বিক্রি করে থাকেন। এ-সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
নতুনসময়/আনু