আশকোনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীর আশকোনা রেল গেটে ট্রেনে কাটা পড়ে এক যুবক (২২) নিহত হয়েছেন।
সোমবার সকালে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন আশকোনা গেটে এই দুর্ঘটনা ঘটে।তার নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল ১০টায় ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। তার পরনে ছিল সাদা চেক শার্ট ও ছাই রংয়ের প্যান্ট । আমরা তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছি।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নতুনসময়/আনু