ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


সাংবাদিক দীপু হাসান আর নেই


১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০২

সিনিয়র সাংবাদিক দীপু হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেছেন।


তিনি পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার দুপুরে রামপুরা বেটার লাইফ হাসপাতালে তিনি মারা যান। তিার বয়স হয়েছিল ৫৩ বছর।

সাংবাদিক দীপুর ছোট ভাই আলীম আল হাসান জানান, দুপুরে রাজধানীর আরামবাগে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন দীপু। পরে স্বজনরা তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক দীপু কর্মজীবনে প্রথম আলো, আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।


নতুনসময়/এএইচ