ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


লালমনিরহাটের ট্রাকচাপায় কলেজছাত্র নিহত


১৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাপায় নুরনবী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।


রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে। সে দুহুলী ট্যাকনিক্যাল কলেজের প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নামুড়ি বাজারে মহাসড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিল নুরনবী। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

নতুনসময়/এএইচ