ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন না খোকন


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২২

কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পান নি ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। খোকনের জায়গায় মনোনয়ন পান ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরপর তাপসের পদত্যাগে খালি হওয়া সংসদীয় আসন ঢাকা-১০ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন খোকন। তবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের ঘোষণা আবারও হতাশ করেছে তাঁকে, ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন।

উল্লেখ্য, খোকন ১৯৮৭ সালে আওয়ামী লীগে যোগদান করে ঢাকা মহানগরের ৩৩ নাম্বার ওয়ার্ড শাখার আইন বিষয়ক সম্পাদক হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরাজিত হন। তিনি ২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। ৬ মে তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।