ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল রোববার, থাকছে ইভিএম


১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৬

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচন তফসিল আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনাররদের বৈঠক শেষে তফসিল ঘোষণা করতে চায় সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ইসির নির্বাচন পরিচালনা শাখা জানায়, রোববার তফসিল দিলে ২৯ আথবা ৩০ মার্চ ভোট গ্রহণ করা হতে পারে। তবে ৩০ মার্চ ভোট হওয়ার সম্ভাবনা বেশি। এ বিষয়ে কমিশনাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ঢাকার দুই সিটিতে ইলেক্টোনিক ভোটিং মেশিং (ইভিএমে) সফলাতা পাওয়া গেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ইভিএমের প্রশংসা করেছে । চট্টগ্রাম সিটির ও সব কেন্দ্রে ইভএম ব্যবহার করা হবে। সূত্র জানায়, চট্টগ্রাম সিটির মেয়াদোত্তীর্ণের তারিখ আগামী ৫ আগস্ট। গত ৭ ফেব্রুয়ারি ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে। এ সিটির মোট ওয়ার্ড ৪১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৪টি, মোট ভোটার সংখ্যা সম্ভব্য ১৯ লাখ ২ হাজার ৮১১ জন।

নির্বাচন কর্মকতারা , ২০১৫ সালের ২৮ এপ্রিল সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলমকে হারিয়ে নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ৪১ ওয়ার্ডের কাউন্সিলররা দায়িত্ব নিয়ে প্রথম সভা করেছেন ২০১৫ সালের ৬ আগস্ট। স্থানীয় সরকার নির্বাচন আইনে বলা আছে, নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভার পাঁচ বছর মেয়াদ পূরণের দিন থেকে ১৮০ দিন আগে পর্যন্ত যে কোনও দিন নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হতে হবে ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৫ আগস্টের মধ্যে।

জুন মাসে বর্ষাকাল, বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় চট্টগ্রামের বাকলিয়া, চকবাজার, শুলকবহর, বাদুরতলা, মুরাদপুরসহ নিন্মাঞ্চলগুলো ডুবে যায়। ২০১০ সালে চসিক নির্বাচনের সময় জলাবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়েছিল অনেক এলাকা। কোমরসম পানি ডিঙ্গিয়ে অনেক ভোটারকে ভোট কেন্দ্রে যেতে হয়েছিল। জলাবদ্ধতার কারণে ওই নির্বাচনে জনপ্রিয় মেয়র এবিএম মহিউদ্দিনকে পরাজয় বরণ করতে হয়েছিল বলে ধারণা তার অনুসারীদের। জলাবদ্ধতার অভিজ্ঞতাকে স্মরণে রেখে বৃষ্টির মৌসুম শুরুর আগেই ভোট কার্য শেষ করতে যায় নির্বাচন কমিশন। এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হতে যাচ্ছে এইচ. এস. সি পরীক্ষা। পরীক্ষার জন্য এক মাস কোন ধরণের নির্বাচনী আয়োজন হবে না। এ হিসেবে মার্চের মধ্যেই নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন।

সর্বশেষ চসিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালে ভাটে অনিয়মের অভিযোগে দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী তৎকালীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম। রাতে নির্বাচনী ফলাফলে দেখা যায়, হাতি প্রতীক নিয়ে আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দিন যিনি আ জ ম নাছির উদ্দিন নামেই বেশি পরিচিত তিনি পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। কমলা লেবু প্রতীক নিয়ে এম মনজুর আলম পান ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট। সেবার অন্য প্রতীকে ভোট হলেও নতুন নিয়মে দলীয় প্রতীক নিয়ে এবার নির্বাচন হতে যাচ্ছে। নৌকার মাঝি কে হবেন তা নিয়ে চলছে বিস্তার আলোচনা।

জানা যায়, ১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তিত করে ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ নামকরণ করা হয়। মাহমুদুল ইসলাম চৌধুরী মেয়র হিসেবে নিযুক্ত করে তৎকালনি এরশাদ সরকার। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মেয়রের দায়িত্ব দেয়া হয় মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে। ১৯৯৪ সালে প্রথমবারের মত চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

চসিকের প্রথম নির্বাচিত মেয়র হলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দীন চৌধুরী। তিনি ১৯৯৪ সালের ১১ মার্চ থেকে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি টানা ১৭ বছর মেয়র পদে ছিলেন। ২০১০ সালের নির্বাচনে এক সময়ের শিষ্য মনজুর আলমের কাছে পরাজিত হন। ২০১৫ সালের সিটি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের কাছে পরাজিত হন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।

বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন : বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন চট্টগ্রাম সিটির সঙ্গে তফসিল দিয়ে । এ সিটির সঙ্গে একই দিনে ভোট করতে চায় ইসি। গত ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এছাড়া ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুত আসনটি শূন্য হয়।

নতুনসময়/আইকে