ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের


৪ জুলাই ২০২৫ ১২:৩৩

সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

 

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। বাস চালকের ঘুমন্ত অবস্থার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ যাত্রীদের। 

 

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।