ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


মৌলভীবাজার শহর রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়


১০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৯

ছবি সংগৃহীত

পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক,এমপি বলেছেন: মৌলভীবাজারের মনু নদীর তীর ভাঙ্গণ থেকে শহর রক্ষায় প্রায় হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হতে পারে। বিগত সময়ের মত বিশেষ করে হাওর এলাকায় নদীভাঙ্গণ বা বন্যায় যাতে জনদুর্ভোগ না হয় আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক। রবিবার মৌলভীবাজারের চাঁদনীঘাটে শহররক্ষায় নির্মিতব্য ফ্লাডওয়াল এর কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন: মনু নদীর নাব্যতা বৃদ্ধি ও ড্রেজিং কার্যক্রম সংবলিত এই প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে যা খুব দ্রুতই একনেকে যাবে বলে আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতই আমরা দুর্যোগ থেকে জনগণের জান-মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।

ফ্লাডওয়াল পরিদর্শনকালে জেলা প্রশাসক (মৌলভীবাজার) নাজিয়া শিরিন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা)
জনাব এ এম আমিনুল হক, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান (পরিকল্পনা) জনাব মন্টু কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিলেট) জনাব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী জনাব পার্থ প্রতিম প্রমুখসহ স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে শহর রক্ষায় নির্মিতব্য ফ্লাডওয়ালের কাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন যা আগামী মে মাসের মধ্যে শেষ হবে। এর আগে প্রতিমন্ত্রী সার্কিট হাউজে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।