দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর অংশীদার রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধি নির্মুলে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি। মানবিক গুনাবলীর কারণে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনী আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে বলে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর বাছাইকৃত অফিসারদের কমান্ড ও স্টাফ পর্যায়ে দায়িত্ব পালনে দক্ষ করে তোলা হয় সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে। প্রতিষ্ঠার শুরু থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৫৩ জন অফিসার, ৫ জন পুলিশ অফিসার এবং ৪২টি বন্ধুপ্রতিম দেশের ১ হাজার ১৬৫ জন অফিসার গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেছেন এখানে।
৪৫ সপ্তাহের কোর্স শেষে এ বছর সেনাবাহিনীর ১২৫ জন, নৌবাহিনীর ৩৪ জন, বিমান বাহিনীর ২২ জন এবং এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ২১ দেশের ৫৪ জনসহ ২৩৫ অফিসারকে গ্র্যাজুয়েশন সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘসহ বিশ্বের বুকে দেশের পতাকা তুলে ধরায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন তিনি।
সরকারের এক দশকের উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়া মাদক, সন্ত্রাস ও দুর্নীতির মতো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকারপ্রধান।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সশস্ত্র বাহিনী সরকারের সাথে থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।