ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ১৬ ফেব্রুয়ারি


৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৯

চট্টগ্রাম সিটি নির্বাচন করপোরেশনের তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে তফসিল ঘোষণা করে মার্চের শেষে ভোট হতে পারে। সূত্রমতে, ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রাম সিটির ভোট হতে পারে। ইসির অধিকাংশ কর্মকর্তা মনে করছেন ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রামের ভোটের উপযুক্ত সময়।

নতুনসময়/আইকে