ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


১৭নং ওয়ার্ডের কাউন্সিলরকে শুভেচ্ছা জানালেন (পি ডব্লিউ সি এস পি) সভাপতি


৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫২

ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটির কর্পোরেশন নির্বাচনের আওতা ভুক্ত ১৭নং ওয়ার্ডের নব নির্বাচিত আওয়ামী লীগের কাউন্সিলর হাজী মোঃ ইসহাক মিয়াকে নৌকার প্রতীক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন (প্রাইমারি ওয়েষ্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার) এর সভাপতি নাহিদ আক্তার লাকী।

বুধবার ০৫ফ্রেবুয়ারী সন্ধ্যায় কুড়িল চৌরাস্তা অস্থায়ী কাউন্সিলর অফিসে এই আনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এই সময় নির্বাচিত কাউন্সিলর হাজী মোঃ ইসহাক মিয়া বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি । সুখে ও দুঃখে আপনাদের সাথে আছি। যেই কোন সময় যেই কোন প্রয়োজনে আমাকে কাছে পাবেন। আপনাদের যেই কোন সমস্যা সরাসরি আমাকে বলবেন। আমি আশা করি আগে আপনারা যেই ভাবে এখন কাজ করেছেন সেই ভাবে ভবিষ্যতে কাজ করে যাবেন।

(পি ডব্লিউ সি এস পি) এর সভাপতি নাহিদ আক্তার লাকী বলেন, আমরা আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি । আমরা বিগত দিনে যেই ভাবে কাজ করেছি এখনো সেই ভাবে করবো। এই ওয়ার্ডকে আমরা ইনশাআল্লাহ বর্জ্য মুক্ত রাখবো । এবং সব ক্লিনার দের একসাথে হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিশোধ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইকবাল হোসেন, সহ - সভাপতি হাজী আশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ.জলিল সহ আরও অনেক ক্লিনার ও ভ্যান সার্ভিসের সদস্যরা।