ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপি দায়ী: তথ্যমন্ত্রী


৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:০০

ছবি সংগৃহীত

ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপি দায়ী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে নির্বাচন নিয়ে ব্রিফিং এ এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তিনি বলেছেন, ঢাকায় তিন কারণে ভোটাররা ভোট দিতে যাননি। প্রথমত তিনদিনের টানা ছুটি, দ্বিতীয়ত ইভিএম নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা এবং তারা নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নেওয়া।

এসময় তথ্যমন্ত্রী বলেন, এমন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাস দেশে আর নেই। কোথাও এবং কোন কেন্দ্রে গোলযোগ ও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই দিক বিবেচনায় এই নির্বাচন সফল।