ফলাফল সকলকে মেনে নিতে হবে : তাপস

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে পেরেছে। ফলাফল যেটা হবে সেটা সকলকে মেনে নিতে হবে, আমিও মেনে নেবো। আশা করছি, ঢাকাবাসী নৌকার পক্ষে রায় দিয়েছে। শনিবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘প্রথমে বলি, এটা তো জাতীয় নির্বাচন না। তাই হয়তো আগ্রহ কম। যতটুকু তথ্য পেয়েছি, ওভারঅল ৪০ ভাগ ভোট পড়েছে।’
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগের এ প্রার্থী।
নতুনসময়/আইকে