ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ


১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০২

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের আওতায় ভুক্ত ১৭নং ওয়ার্ডে সকালে থেকেই চলছে উৎসবমুখর পরিবেশ ভোট গ্রহণ ।

শনিবার ০১ফ্রেবুয়ারী সকাল ৮টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এই ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে ।

ভোট দিতে আসা একজন ভোটার মুকুল নতুন সময়কে বলেন, উৎসবমুখর পরিবেশ চলছে ভোট গ্রহণ। অনেক সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে। এই বারের মত সুন্দর ভাবে ভোট দিতে আমরা কখনো পারিনি । এইবারে পরিবেশ খুবই শান্ত শিষ্ট। সময় বাড়ার সাথে সাথে অনেক ভোটার উপস্থিতি হবে।

অপর আর একজন ভোটার রকিব বলেন, এইবারের মত এত সুন্দর ভোট আমরা কখনো দেখিনি। এইবার ভোট দেওয়ার অত্যন্ত সহজ। পরিবেশটা অনেক সুন্দর এবং শান্তশিষ্ট। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

অপর একজন মহিলা ভোটার বলেন, আমরা সকালেই ভোট দিয়ে ফেলেছি। এবারে পরিবেশটা অনেক সুন্দর। কোন জয় ঝামেলা নেই। গত কয়েক নির্বাচনের থেকে এবারে পরিবেশটা অনেক সুন্দর। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি।

ইভিএমের বিষয়ে একজন ভোটারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের জন্য একেবারে নতুন। এই পদ্ধতিতে ভোট দেয়া অনেক সহজ।শুধু আঙ্গুলের ছাপে সহজ হবে ভোট দেওয়া যাচ্ছে। এবার জাল ভোট দেওয়ার মতন কোন বিষয় চোখে পড়েনি। আশা করা যাচ্ছে এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে।

এছাড়া, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ পাঁচ হাজার। এই ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৪৮ টি।

নতুনসময়/আইকে