ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : আতিকুল


১ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৬

সংগৃহিত

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় এক নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন আতিকুল ইসলাম। ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম।

আতিক বলেন, আমি আগেও নির্বাচন করেছি, বিজিএমইএ নির্বাচন করেছি। ভোটের ফলাফল যেমনই হোক মেনে নেব। তবে আমি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিগত ৯ মাস যেভাবে কাজ করেছি, দেশজুড়ে নৌকা যে উন্নয়ন করেছে, তা জনগন মনে রাখবে এবং নৌকায় ভোট দেবে বলে আমার বিশ্বাস।

এসময় প্রথমবার ইভিএম এ ভোট দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন আতিক। তিনি বলেন, আমার বুথে প্রথম ভোট আমি দিয়েছি। আঙ্গুলের ছাপ দেওয়ার সাথে সাথেই সব তথ্য ভেসে ওঠে। কোথাও আঙ্গুলে কালি লাগেনি। ভোট দেওয়ার পর "কনফার্ম" বার্তা ভেসে উঠেছে, বেশ ভাল লাগছে।

ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি এসে কোন সমস্যা দেখিনি।

নতুনসময়/আইএ