ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল


১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৯

হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হতে হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্ধারিত সম্পাদকমণ্ডলীর সভার যোগ দিতে যাওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করেন। পরে পৌনে ১১টার দিকে তাকে বিএসএমএমইউতে আনা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হবে।

এ বিষয়ে জানতে বিএসএমএমইউর উপাচার্য (ভিসি) কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের   জানান, ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে গেছে এবং রক্তচাপ স্বাভাবিক রয়েছে। তবে তাকে আগামী ২৪ ঘণ্টা বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হবে।

নতুনসময়/আইকে