ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


চীনের উহানের উদ্দেশে বিকেল ৫টায় রওনা দেবে বিশেষ ফ্লাইট


১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৬

করোনাভাইরাসে চীনের উহানে আটকে পড়া ৩৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আজ শুক্রবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান যাচ্ছে চীনে। উহানের তিয়ানহে বিমানবন্দর থেকে তাদের নিয়ে আসা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ মহাব্যাবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘বিমানের বিশেষ লাইট বিজি ৭০০১ এ করে আটকে পড়া ৩৭০ জন বাংলাদেশিকে আনা হবে। এজন্য আমরা একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পাঠাচ্ছি। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করছে। আমরা শুধু ক্যারিয়ার হিসেবে সহায়তা দিচ্ছি।

তিনি জানান, তিয়ানহে বিমানবন্দর থেকে শনিবার দিবাগত রাত ২টায় উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এই ৩৪১ জনকে এনে প্রথমে আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে।

সে প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে কাজে নেমেছেন বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন, যিনি আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কিছুকাল আগে অবসরে গিয়েছেন। সংস্থাটি এই সঙ্কটে তার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, উহানে আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়টি দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আমাদের যেভাবে বলা হচ্ছে সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।

এর আগে প্রাণঘাতী এই ভাইরাস চীনের সব অঞ্চলে ছড়িয়ে পড়লেও দেশটিতে থাকা বাংলাদেশি কেউ এখন পর্যন্ত আক্রান্ত হননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন।

তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফেরত আনার পর বাংলাদেশিদের পর্যবেক্ষণ রাখা হবে। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস উহানে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু করেছে। তাদের বেশিরভাগই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে বলে জানা গেছে।