ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


কেন্দ্রে কেন্দ্রে বিতরণ চলছে ভোট সরঞ্জাম


১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৩

আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে শুরু হচ্ছে ভোটগ্রহণ। এই লক্ষ্যে আজ শুক্রবার সকাল থেকে চলছে কেন্দ্রগুলোতে সরঞ্জাম বিতরণ।

জানা গেছে, সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (ডিআরএমসি) থেকে ১৩১টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ করা হবে। ফলে বিতরণ করা হচ্ছে ইভিএম মেশিনের মনিটর, ভোটিং ইউনিট, মূল ইউনিট, প্রিন্টারসহ প্রায় ৫২ ধরনের সরঞ্জাম। আগের ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল এর মতো নির্বাচনী সরঞ্জাম এবার আর নেই।

ডিআরএমসি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ১১ ও ১২ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন। এবারই প্রথম এতো সংখ্যক ইলেকট্রনিক যন্ত্রপাতি বিতরণ করতে এবং বুঝে নিতে দুই পক্ষেরই কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে প্রতিটি কেন্দ্রের জন্য সরঞ্জাম বুঝিয়ে দেওয়া শেষ না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উত্তরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কাশেম।

আবুল কাশেম বলেন, সকাল থেকে সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোন জায়গা থেকে অসুবিধার খবর আসেনি। এবার প্রতিটি বুথের জন্য দুটি করে ইভিএম মেশিনের সেট দেওয়া হচ্ছে। একটি প্রথমে চালু থাকবে। আরেকটি থাকবে ব্যাকআপ। যদি কোনো কারণে প্রথমটিতে সমস্যা দেখা দেয়, তাহলে পরেরটি চালু করা হবে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নেওয়া হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন প্রিসাইডিং অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসাররা।

নতুনসময়/আইকে