রাষ্ট্রদূতরা ইভিএমে সন্তুষ্ট-ইসি সচিব

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা ইভিএম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তবে বিএনপি নেতারা ইভিএম নিয়ে অভিযোগ তুললেও তারা তা দেখতে আসেন না। তারা না এলে কী করার আছে বলে প্রশ্ন তুলেন ইসি সচিব।
মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব জানান, আজ নির্বাচন কমিশনের বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসন নিয়ে বৈঠকে আলোচনা হলেও তফসিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৬ ফেব্রুয়ারি উপনির্বাচন নিয়ে আবারো বসবে কমিশন।
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন উপলেক্ষে কেন্দ্রগুলোতে সিসি টিভির আওতায় আসবে কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত যেসব প্রতিষ্ঠানে আগে থেকে সিসি ক্যামেরা আছে সেগুলোকে সচল রাখার জন্য বলা হয়েছে। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেইসব ক্যামেরার মাধ্যমে দোষীদের চিহ্নিত করা যায়। তবে কেন্দ্রগুলো বুথে কোনোভাবেই যাতে কোনো সিসি ক্যামেরা না থাকে সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সচিব বলেন, ‘বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘন হয়েছে তা নয়। উত্তর-দক্ষিণে দুটি ঘটনা ঘটেছে। এই দুটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। মূলত ২৪ ঘণ্টা আগে এই ধরনের কর্মসূচি সম্পর্কে জানানোর যে নিয়ম রয়েছে সেটি না মানার কারণেই এমনটি হয়েছে।’
ইভিএম নিয়ে ইসি সচিব বলেন, ‘ইভিএমে জালিয়াতির কোনো সুযোগ নেই। যদি কারো আঙুল না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তি ভোটগ্রহণ কর্মকর্তার মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ঘটনায় মাত্র ১ শতাংশ ভোটারকে শনাক্ত করতে পারবেন ভোটগ্রহণ কর্মকর্তা। ১ শতাংশের বেশির প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরও বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে।’
সচিব বলেন, ‘পরবর্তী সময়ে চাইলে ইভিএমের তথ্য জানা যাবে। ভোটের তথ্য আমাদের কাছে ডিজিটালি সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছা করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন। কেউ মামলা করলে আমরা দেখাতে পারব।’
সচিব জানান, ইভিএম মেশিন আমেরিকা, ব্রিটেনসহ কয়েকটি দেশের রাষ্টদূতেরা দেখে গেছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন।
সবচেয়ে বড় অংশীজন বিএনপিই ইভিএম নিয়ে সন্তুষ্ট নয়- এই প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘তারা তো আসে না। আমরা তো ওপেন রেখেছি। আপনারা এসে দেখেন। যদি তারা না আসেন আমরা কীভাবে আনতে পারি!’
নতুনসময়/আইএ