ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন ইন্সপেক্টর মোস্তাফিজ


২৮ জানুয়ারী ২০২০ ২২:০৫

সংগৃহিত

রাজধানীর টিকাটুলিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস ও বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় ওয়ারি থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমানও ঘটনাস্থলে ছিলেন। তৎক্ষনাৎ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অন্যান্য পুলিশ কর্মকর্তার ন্যায় তিনিও তৎপরতা চালিয়েছেন।

ওই দিনের পরিস্থিতি নিয়ে ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলা অবস্থায় তার বক্তব্য মিডিয়ায়  চলে যায়। পরে তার বক্তব্য সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে নতুনসময়ের সঙ্গে কথা হয় ইন্সপেক্টরের মোস্তাফিজুর রহমানের সঙ্গে।  

মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর আমি ওয়ারি ডিভিশনের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি অবগত করছিলাম। এমন অবস্থায় কিছু টেলিভিশনের সাংবাদিকরাও আমার সামনে ছিলেন। ওই সময় আমার অজান্তেই ক্যামেরাও চলছিল। আমি ডিসি স্যারকে বলেছি বিএনপি সমর্থিত ইশরাকের সমর্থকদের একদিকে সরিয়ে দেয়া হয়েছে পাশাপাশি আমাদের পার্টি মসজিদের দিকে অবস্থান নিয়ে আছে। আর আমাদের পার্টি অর্থ্যাৎ আমাদের পুলিশ সদস্য বুঝিয়েছি।’

তিনি বলেন,‘ আমার ওই বক্তব্যের কিছু অংশ কাঁটছাট করে সোশ্যাল মিডিয়ায় একটি গোস্টি অপপ্রচার চালাচ্ছে। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমি ডিসি স্যারকে পরিস্থিতি সম্পর্কে অবগত করছিলাম। ওই সময় আমি তাকে আমাদের পার্টি বলতে আমাদের পুলিশ সদস্য বুঝিয়েছি।’

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারনা চালানোর সময় টিকাটুলিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

নতুনসময়/আইএ