ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


উহানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফেরার আকুতি


২৮ জানুয়ারী ২০২০ ২১:৫৯

ছবি সংগৃহীত

চীনে মারাত্মক রূপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাস চীনের উহান শহর থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এ শহরে তিনশ’রও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আটকে থাকে। এরা সবাই উহান শহরে যার যার ছাত্রাবাসের রুমের ভেতরে প্রায় বন্দী অবস্থায় আছেন।

উহান শহরে থাকা ছাত্রাবাসে শিক্ষার্থীদের খাবার ফুরিয়ে আসছে, আতঙ্ককিত উহান নগরীতে এখন তাদের দিন কাটছে দেশে ফেরার প্রতীক্ষায়। আটকে পড়া উহান শহরের শিক্ষার্থীরা বলছেন, আমরা দেশে ফিরতে চাই।

চীনের উহান শহরের ছাত্রাবাসে বসবাস করেন তাহকিম আনজুম মৃদুলা। তিনি সেখানকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্রী। তিনি গণমাধ্যমে জানান, আমাদের ইউনিভার্সিটিতে আমরা ১২৭ জনের মতো বাংলাদেশি ছাত্র-ছাত্রী আছি। আমাদের যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। কারণ উহানই এখন সবচেয়ে বেশি এ ভাইরাসের শিকার হয়েছে।

তিনি আরও জানান, ডরমিটরির বাইরে একেবারেই যাওয়া নিষেধ। সবাই পুরোপুরি বন্দী জীবনযাপন করছি। খাবারের পরিমাণও কমে আসছে। মাস্ক না পরে, এমনকি রুমের বাইরে পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে। সবার মনের ভিতর একটা আতঙ্ক কাজ করছে। কেউ শান্তিতে নেই, কখন এ ভাইরাসে আক্রান্ত হতে পারে যে কেউ।

রাকিবুল হাফিজ, উহানে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বলেন, আজ কয়েকদিন ধরে এ ডরমিটরিতে আমরা অবরুদ্ধ। শুয়ে-বসে দিন কাটাচ্ছি। এটা একটা আন্তর্জাতিক ছাত্রাবাস। এখানে আমরা পাঁচশ’র বেশি ছাত্রছাত্রী আছি। বাংলাদেশি ছাড়াও বিশ্বের কয়েকটি দেশের ছাত্রছাত্রীরা আমরা এক সঙ্গে থাকি।

তিনি আরও বলেন, মাঝখানে আমাদের খাবার পর্যন্ত ফুরিয়ে গিয়েছিল। এখন আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের খাবার সরবরাহের ব্যবস্থা করেছেন। ইউনিভার্সিটি এ মুহূর্তে বন্ধ, চাইনিজ নববর্ষের ছুটি এখন। আমরা মোটামুটি একপ্রকার অবরুদ্ধ হয়ে আছি।

এদিকে বাংলাদেশ দূতাবাস উহানের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস থেকে সব তথ্য নিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের তালিকাভুক্ত করছে।

মরণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে এক হাজার ৩শ’ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে দ্য ডন এমন খবর প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি