ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক


২২ জানুয়ারী ২০২০ ২১:৩৭

ফাইল ছবি

ভোরে ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে গিয়েছিল দেশের অন্যতম প্রধান নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি চলাচল। তবে কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল পৌনে সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

নতুনসময়/আইএ