কেরানীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ঢাকার অদূরে কেরানীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলীর চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬), আশুলিয়ার শিমুলিয়ার গণেশ সরকারের ছেলে সিএনজির যাত্রী স্বপন (৩৫) ও মোটরসাইকেল আরোহী কলাতিয়া ইউনিয়নের বেল্লা গ্রামের রুস্তম খানের ছেলে আসলাম খান (৫০)। বাকি নিহত একজনের নাম-পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একজন গতরাতে মারা গেলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন- মনির হোসেন (৪০) ও কবির হোসেনসহ (২৮) তিন জন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুনসময়/আইএ