ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ঢাকা সিটি নির্বাচনে সেনাবাহিনীকে নামানো হবে না: ইসি সচিব


২২ জানুয়ারী ২০২০ ০৬:৪০

এবারের ঢাকা সিটি নির্বাচনে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোঃ আলমগীর। ২০১৫ সালের ঢাকা সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হলেও এবার সেনাবাহিনীকে সংযুক্ত না করার কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনীকে ডাকা হয় না। তবে ইভিএমের কাজের জন্যে সেনাবাহিনীর নিরস্ত্র পাঁচ হাজার সদস্য দায়িত্বে থাকবেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব থাকে, সে নির্বাচনে তাদের ডাকা হয়। এটি জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। এখানে সেনাবাহিনীকে কোন দায়িত্ব দেয়া হয়নি। ইভিএমে যারা কাজ করবে তারা সেনাবাহিনীর ফোর্স না, টেকনিক্যাল লোক। যারা ইভিএমের এক্সপার্ট তাদের শুধু রাখা হবে।

নতুনসময়/আইকে