যশোরে বিজিবির অভিযানে ১১ কেজি স্বর্নসহ আটক ৩

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও আরআইবি যশোরের যৌথ অভিযানে নতুন হাট প্রায় ১১ কেজি ( ১০.৯৩৫ গ্রাম) ওজনের ৯৪টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে।
সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, আর আই বি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃকর্নেল সাইফুল ইসলাম, ব্যুরোচীফ আরআইবি, যশোর এবং লেঃকর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ভিন্ন ভিন্ন টহল দল নিয়ে অভিযান পরিচালনা করেন এবং ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-৪৩-৪২২৯) যশোর জেলার নতুনহাটের ইটভাটা পাকা রাস্তার উপর পৌঁছালে রাত আড়াইটার দিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা জাহিদুল ইসলাম (৩৮), ইয়াকুব আলী (২৮) এবং দেলোয়ার হোসেন (২৩)। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃত স্বর্ণ ও গাড়ী সিজার মূল্য ছয় কোটি ছিয়াত্তর লক্ষ দশ হাজার টাকা।
নতুনসময়/আইএ