ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ভোটের মাঠে আতিকের স্ত্রী


২১ জানুয়ারী ২০২০ ০৩:৫৩

ছবি-নতুনসময়

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে স্বামী আতিকুল ইসলামের পক্ষে এবার প্রচারণায় নেমেছেন তার সহধর্মিণী ডাক্তার শায়লা সাগুপ্তা ইসলাম। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নারী নেতাদের সঙ্গে নিয়ে এবারের নির্বাচনী আসরে প্রথমবারের মতো মাঠে নামলেন আতিকের স্ত্রী।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তি এলাকার এরশাদ নগরে এই প্রচারণা চালান শায়লা আতিক। এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকের পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

প্রচারণা চালানোর সময় আতিকুল ইসলাম একজন ভালো মনের মানুষ উল্লেখ করে শায়লা ইসলাম বলেন, গত ৯ মাস তিনি দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে তিনি একদিনও বসে থাকেননি। নগরবাসীর জন্য কাজ করেছেন। আপনারা তাকে আবারও সুযোগ দিন। তিনি ঢাকার পরিবর্তনের জন্য কাজ করবেন।

নতুনসময়/আইএ