ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ওসি'র সহযোগিতায় আটকে পড়া ব্যাক্তির বাঁচলো প্রাণ


২১ জানুয়ারী ২০২০ ০৩:৪৯

ছবি-নতুনসময়

রাজশাহীর মোহনপুর উপজেলা মহিষকুন্ডি বিলের পানিতে কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করল মোহনপুর থানা পুলিশ ।

পুলিশ স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ(সোমবার) দুপুর ১.৩০ টার সময় মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের এমাজউদ্দীনের ছেলে মিলন (৪০) জমিতে কৃষি কাজ করার জন্য মোহনপুর নামক বিলে যায়। এসময় হঠাৎ সে খাদের গভির পানিতে তলিয়ে যায় এবং পানিতে ভাস্যমান কচুরিপানায় সে আটকে পড়ে। পরে বিষয়টি এক লোক দেখতে পেয়ে দ্রুত মোহনপুর থানায় খবর দিলে ওসি মোস্তাক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় পানিতে নেমে মিলনকে উদ্বার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। বর্তমানে মিলন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদের এ মহান কাজের জন্য উপজেলার সব মহলের প্রসংশা কুড়িয়েছেন তিনি।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন আমি খবর পাওয়ায় সাথে সাথে ফায়ার সার্ভিসে না বলে আমার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্বার করেছি। এবং লোকটি জীবিত উদ্বার করতে পেরে আনন্দ পেয়েছি।

নতুনসময়/আইএ