ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ছাত্রলীগের সাবেক সভাপতি ও বগুড়ার এমপি আব্দুল মান্নান আর নেই


১৮ জানুয়ারী ২০২০ ২২:৪৫

সংগৃহিত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আর নেই।

শনিবার সকাল সোয়া আটটায় দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক স্ট্যাটাসে আব্দুল মান্নানের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে থাকা অবস্থাতেই সকালে না ফেরার দেশে চলে যান এই সংসদ সদস্য।

আব্দুল মান্নান সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিবও।

২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের নির্বাচনের তিনি বগুড়া থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।