ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


বেপোয়ারা মাদক ব্যবসার অভয়ারণ্য হয়ে উঠেছে রাজধানীর কুড়িল এলাকা


১৭ জানুয়ারী ২০২০ ১০:২৬

ছবি সংগৃহীত

অসংখ্য একক আর সংঘবদ্ধ দলের বেপোয়ারা মাদক ইয়াবার ব্যবসার অভয়ারণ্যে পরিনত হয়েছে রাজধানীর বিশ্বরোড এর কুড়িল, কুড়াতলী এলাকা।রাজপথ থেকে একটু ভিতর এ পরার কারনে প্রশাষনকে ফাঁকি দিয়ে প্রকাশ্যে এবং দিনে দুপুরে চলছে এই মাদক ব্যবসা।এলাকার একপ্রান্ত শেষে বসুন্ধরা প্রজেক্টের খোলামাঠ থাকায় একদিকে যেমন ওরা যেমন ব্যবসা এবং পালিয়ে থাকার সুযোগ নিচ্ছে তেমনি অসহায় পরেছে এলাকাবাসী আর অতংকে ভুগছে নিজেদের সন্তানদের নিয়ে।নিজস্ব সূত্র থেকে জানা গেছে এই চক্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুড়াতলীর ৩০০ফুট সংলগ্ন রানা বাহিনী/পারভেজ বাহিনী আর তার সাথে রয়েছে একক বহু মাদক ব্যবসায়ী।কিছুদিন পূর্বে এলাকাটির মাদক ডিলার নামে পরিচিত কালু প্রশাসনের ক্রসফায়ারে নিহত হয়েছে।