না ফেরার দেশে কাজী নজরুল ইসলামের পুত্রবধূ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উমা কাজীর বয়স ছিল ৮০ বছর। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় ঢাকার বনানীর বাড়িতে তার মৃত্যু হয়।
উমার দাফনকার্য নিয়ে তার মেয়ে খিলখিল জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে। তার বোন মিষ্টি কাজী কলকাতা থেকে ফিরলে আগামীকাল বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন। কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। তারপর তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে থাকতে শুরু করেন।
নতুনসময়/আইকে