ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


সাত ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক


১৫ জানুয়ারী ২০২০ ২১:৩৪

সংগৃহিত

টানা ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।প্রায় সাত ঘণ্টা পর স্বাভাবিক হলো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

তিনি বলেন, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়।

গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।