ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


সিটি নির্বাচনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন সিইসি


৮ জানুয়ারী ২০২০ ২১:৫৭

ছবি সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের এক সপ্তাহ আগে ভারতের জাতীয় ভোটার দিবসে যোগ দিতে দেশ ছাড়ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। একজন নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের উচ্চ পর্যায়ের টিম নিয়ে ভারত সফরে যাচ্ছেন সিইসি। এই সফরে তিনি সভাপতি হিসেবে ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া’র (ফেমবুসা) বৈঠকেও যোগ দেবেন। ইসির উপ-সচিব মো. শাহ আলম সিইসির সফর সংক্রান্ত একটি অফিস আদেশ ইতোমধ্যে জারি করেছেন। এতে বলা হয়েছে- সিইসি’র নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সফর করবে।

সফরসূচি অনুযায়ী সিইসি ভারত সফরে যাবেন ২৩ জানুয়ারি, ফিরবেন ২৫ জানুয়ারি। তার সঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী স্ত্রী-পুত্রসহ যাচ্ছেন। শাহদাত হোসেন চৌধুরী ২২ জানুয়ারি গিয়ে ফিরবেন ২৭ জানুয়ারি। তবে তার স্ত্রী ও ছেলে নিজ নিজ খরচে যাবেন সেখানে। আর ইসির উপ-সচিব মো. আবদুল হালিম খান যাবেন ২২ জানুয়ারি আর ফিরবেন ২৬ জানুয়ারি। এই সফরের ব্যয়ের একটি অংশ ভারতের নির্বাচন কমিশন এবং আরেকটি অংশ বাংলাদেশ নির্বাচন বহন করবে।

ইসির কর্মকর্তারা বলছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দুইজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও মূলত রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের কাছেই বিভিন্ন অভিযোগ, দাবি-দাওয়া নিয়ে আসেন। রিটার্নিং কর্মকর্তারাও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে ইসির নির্দেশের অপেক্ষায় থাকেন। তাই এই সময় সফরে কিছুটা হলেও সমস্যা হতে পারে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি ভোটের আপিল কার্যক্রম শেষ আজ বুধবার (৮ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।