ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


চলমান প্রকল্পের সম্পাদিত কাজের বিল পরিশোধের নির্দেশ


৮ জানুয়ারী ২০২০ ০৯:৫৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় চলমান প্রকল্পের সম্পাদিত কাজের বিল পরিশোধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এ বিষয়ে কমিশনের অনুমোদনের চিঠি ডিএনসিসি ও ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

দুই সিটিতে পাঠানো এ সংক্রান্ত আলাদা চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতাধীন দৈনন্দিন বিভিন্ন জরুরি নাগরিক সেবা তথা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, মশক নিধন, সড়ক বাতি স্থাপন, রাস্তা নির্মাণ/মেরামত ইত্যাদি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সম্পাদিত কাজের বিল পরিশোধ করতে কমিশন অনুমতি দিয়েছে। এর আগে শনিবার ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও প্রকল্পের অর্থ ছাড় না দেওয়ার নির্দেশ দেয় ইসি।

স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়- নির্বাচন-পূর্ব সময়ে কোন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভূক্ত কোন প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উম্মোচন করা যাবে না।

কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল হতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করতে পারবে না। সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোন পদাধিকারী সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকায় উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন বা ইতিপূর্বে অনুমোদিত কোন প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা জারি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। চিঠিতে ইসির নির্দেশনার আলোকে একটি পরিপত্র জারি করার জন্যও অনুরোধ করা হয়।

নতুনসময়/আইকে