ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ডাকসুর মোমবাতি প্রজ্জ্বলন


৭ জানুয়ারী ২০২০ ১০:০০

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ও ঘটনার বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার সন্ধ্যায় ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ডাকসুর নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জলন করেন।
এসময় গোলাম রাব্বানী বলেন, মধ্যপ্রাচ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-। সেরকম বাংলাদেশও আইন সংস্কার করে বিধান প্রণয়ন দরকার।
সাদ্দাম হোসাইন বলেন, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ডাকসুর নিপিড়ন বিরোধ মঞ্চ পিছু হাটবে না। বিচারেরর দাবিতে আমরা আজ রাতে স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করে স্মারকলিপি পেশ করব। আগামীকাল সকাল ১০ ছাত্রলীগ রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদী আলপনা আঁকবে। দুপুর ৩ টায় ছাত্র শিক্ষক প্রতিবাদী সমাবেশ হবে।

সন্ধ্যা ৬টায় নিপিড়ন বিরোধী মঞ্চ প্রতিবাদ জানাবে। পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা করা হবে।

নতুনসময়/আইকে