ধর্ষণের কারণ জানালেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

মাদক ও পর্নোগ্রাফির কারণেই এত ধর্ষণ হচ্ছে বলে মনে করেছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। তাদের উক্তিমতে, মাদক ও পর্নোগ্রাফি নারী নির্যাতন ও ধর্ষণ বাড়িয়ে মহামারির পর্যায়ে নিয়ে গেছে। মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার বিচার এবং ধর্ষক ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ বলেন, ঢাকায় সন্ধ্যার সময় একটি সুরক্ষিত এলাকায় রাস্তা থেকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ থেকেই বোঝা যায়, সারাদেশে নারীদের নিরাপত্তা বলতে কিছু নেই। বিচারহীনতার রেওয়াজ, আইনের দীর্ঘসূত্রতা, নারীর প্রতি সমাজের অধস্তন দৃষ্টিভঙ্গী, মাদক-পর্নোগ্রাফির বিস্তার নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকে প্রায় মহামারী পর্যায়ে নিয়ে এসেছে। এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষক-সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।
শুদ্ধস্বর/আইকে