ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি


৫ জানুয়ারী ২০২০ ০০:৩৭

ছবি সংগৃহীত

আজ শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্যভাবে উদযাপনে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এতে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন কার্যক্রম।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সংগঠনটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ৮টায় কার্জন হলে কেক কাটা হয়। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনীর আয়োজন করেছে ছাত্রলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। কেন্দ্রের পাশাপাশি সারাদেশের ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন। আগেই সবার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।