সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ: কাদের

সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ। তার ত্যাগ-তিতিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তার মতো সৎ-বিনয়ী নেতার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার রয়েছে।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ সহযোগী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান।
গেল বছরের এই দিনে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।