রাতের ঢাকায় শহরের ভেতর লাইন ছেড়ে রাস্তায় ট্রেন

বাংলাদেশে ইদানীং ট্রেন দুর্ঘটনা বড্ড বেড়ে গিয়েছে। এবার রাজধানীতে প্রায় মধ্যরাতে লাইনচ্যুত হল একটি ট্রেনের ইঞ্জিন। ঢাকার মালিবাগ রেলক্রসিংয়ে ঘটেছে ঘটনাটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। এখনো কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায় নি। ঘটনার কারণে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ আছে।